ফেসবুকে চাকরি পেলেন জাবি শিক্ষার্থী
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাকরি পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আসিফ জুলফিকার।
বিশ্ববিদ্যালয়ের (৪২ ব্যাচে) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী আসিফ জুলফিকার নিজেই আজ বুধবার বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
আসিফ জুলফিকার জানান, ফেসবুকের লন্ডন অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিবেন তিনি। গত ২৫ নভেম্বর ফেসবুক কর্তৃপক্ষ তাঁকে যোগদানের চিঠি পাঠিয়েছে। ২০২২ সালের মার্চে তিনি যোগদান করবেন।
ফেসবুকে চাকরি পাওয়ার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে আসিফ জুলফিকার বলেন, ‘আমি প্রথমে টেক জায়ান্টগুলোতে চেষ্টা করেছি কারণ ফেসবুক ছিল সবচেয়ে চালেঞ্জিং। কারণ ওরা বাইরে থেকে শুধু সিনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ দেয় এবং এজন্য কিছু অতিরিক্ত ইন্টারভিউ দিতে হয়। যেগুলো অন্য কোম্পানিগুলোতে ছিল অপশনাল। এক বড় ভাইয়ের পরামর্শে ফেসবুকে আবেদন করি। উনি বর্তমানে ফেসবুকে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।’
‘প্রথম ধাপে সিভি সিলেকশন, এরপর নিয়োগের জন্য আমাকে কল করে। সর্বমোট পাঁচটি ইন্টারভিউ হয়। কিছু যাচাই-বাছাইয়ের পর পরবর্তী ধাপে অ্যাডভান্স করে। এর মধ্যে কোডিং রাউন্ড, সিস্টেম ডিজাইন থাকে। ফাইনালি প্রায় চার সপ্তাহ পর গত ২৫ নভেম্বরের ফেসবুক কর্তৃপক্ষ আমাকে লন্ডন অফিসে যোগদানের চিঠি পাঠায়’, যোগ করেন আসিফ জুলফিকার।