বঙ্গমাতা পরিষদের প্রেসিডিয়াম সদস্য হলেন জাবি উপাচার্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ‘বঙ্গমাতা পরিষদ’-এর প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি বলা হয়, গত ২৩ আগস্ট উপাচার্যের কাছে বঙ্গমাতা পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম. আনিছুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে উপাচার্যকে বঙ্গমাতা পরিষদের সর্বোচ্চ ফোরামের প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনয়নের জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হওয়ার তথ্য জানানো হয়।
উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম তাঁকে এ পদে নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ‘বঙ্গমাতা পরিষদ’-এর সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপাচার্য আশা প্রকাশ করেন যে, মহীয়সী নারী বঙ্গমাতার জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ‘বঙ্গমাতা পরিষদ’ কাজ করবে।