বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে জাহাঙ্গীরনগরে ফের প্রতিবাদী ক্লাস
বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় দিনের মতো প্রতীকী ক্লাস নেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী। আজ রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে ‘চুপ করিয়ে দেওয়ার প্রাতিষ্ঠানিকতা’ বিষয়ে এক ঘণ্টার এই প্রতিবাদী ক্লাস নেওয়া হয়।
এ সময় বিভিন্ন বিভাগের ২০ থেকে ২৫জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ক্লাস শেষে অধ্যাপক মানস চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সরকারের পরিকল্পনাহীনতা বোঝা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য এটা হতাশাজনক। সরকারের প্রতি আস্থা রাখতে না পেরে তাঁরা আজ একত্রিত হয়েছেন। শিক্ষার্থীদের অনুভূতি অনুভব করতে পেরেই তাদের সঙ্গে যোগ দিয়েছি।’
এর আগে ২৬ আগস্ট একই দাবিতে দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন এবং ২৯ আগস্ট পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু প্রতিবাদী ক্লাস নিয়েছিলেন।