বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে জাবির একাডেমিক কাউন্সিলের বৈঠক আজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আজ একাডেমিক কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হবে। ক্যাম্পাস খোলা ও ক্লাস শুরু হওয়ার বিষয়ে একাডেমিক কাউন্সিল থেকে আসতে পারে সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্রে এ তথ্য জানা যায়।
খোঁজ নিয়ে জানা যায়, একাডেমিক কাউন্সিলের বৈঠক বিষয়ে মেইলের মাধ্যমে সদস্যদের জানানো হয়েছে। সভাটি অনলাইনে অনুষ্ঠিত হবে। আলোচ্যসূচির ৩৩ নম্বরে ‘বিশ্ববিদ্যালয় খোলা ও ক্লাস চালু’ বিষয়টি লিপিবদ্ধ রয়েছে। আগামী ২ অক্টোবর একই বিষয়ে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে।
সেপ্টেম্বরের মধ্যে ক্যাম্পাস খোলার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, স্মারকলিপি ও মশাল মিছিল করেছেন। অন্যদিকে, মৌখিকভাবে একই দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম জানিয়েছেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্তত এক ডোজ টিকা নিশ্চিত করেই হল খুলে দেওয়া হবে। এর জন্য শিক্ষার্থীদের আরও ১৫ দিন অপেক্ষা করতে হবে।
জাবি’র উপাচার্য বলেন, ‘হল খুললে যাতে শিক্ষার্থীদের পুনরায় ফিরে যেতে না হয়, সেজন্য টিকা দিয়েই সব খুলে দেওয়া হবে। টিকা দেওয়ার ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের সহযোগিতা করবে।’