‘শিক্ষা আমার অধিকার, খোল এবার বন্ধ দুয়ার’
‘শিক্ষা আমার অধিকার, খোল এবার বন্ধ দুয়ার’ স্লোগানে ১ মার্চের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও শিক্ষার স্বাভাবিক কার্যক্রম চালু করার দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন করা হয়।
রসায়ন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ইকবালের সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষার্থীরা ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি জানায়।
বক্তব্যে দর্শন বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী রিহান বলেন, ‘করোনা মহামারির মধ্যেও দেশের কলকারখানা, গার্মেন্টসসহ সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। তবে করোনার দোহাই দিয়ে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ রাখা হচ্ছে? আমরা যেকোনো মূল্যে শিক্ষার স্বাভাবিক জীবনে ফিরতে চাই।’
‘ভ্যাকসিনেশন প্রক্রিয়া দ্রুত চালু করে ক্যাম্পাস খুলে দিতে হবে। ২৪ মে শিক্ষা কার্যক্রম চালু করার সরকারের সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করতে হবে। ১ মার্চের মধ্যেই ক্যাম্পাস খুলে দিতে হবে। তা না হলে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।’ বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শারমিন আখতার সাথী।
মানববন্ধনে বাংলা বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী জহির ফয়সাল বলেন, ‘আমরা সাধারণ শিক্ষার্থীরা একই বর্ষে ২৬ মাস ধরে অবস্থান করছি। এত দীর্ঘ সময়েও আমরা একটি বর্ষের কার্যক্রম সম্পন্ন করতে পারিনি। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের ও লজ্জার বিষয়। ক্যাম্পাস খোলার জন্য সরকার যদি আমাদের টিকার আওতায় নিয়ে আসার প্রয়োজন মনে করে তবে আমরা টিকা নিতে প্রস্তুত আছি। যেকোনো মূল্যেই আমরা ১ মার্চের মধ্যে শিক্ষার স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে চাই।’