সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে জাবি শিক্ষার্থীকে মারধর, মহাসড়ক অবরোধ
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারধরের শিকার হওয়ার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ঘণ্টাখানেক মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
রোববার সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিতে গেলে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা কাটাকাটি হয় জাবির রবীন্দ্রনাথ ঠাকুর হলের দুই শিক্ষার্থীর। বাকবিতণ্ডার একপর্যায়ে মারপিট শুরু করেন উপস্থিত স্বেচ্ছাসেবীরা। এ ঘটনার প্রতিবাদে প্রায় এক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রসাশনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
এ ঘটনায় দুপুর সাভার মডেল থানায় মামলা দায়ের করতে গেলে মামলা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান মামলা করবেন এই মর্মে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে আনেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত তিনজন থানায় আটক আছেন, মামলা প্রক্রিয়াধীন।’