হল খুলে দিতে জাবি শিক্ষার্থীদের আলটিমেটাম
হল খুলে দেওয়াসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আবাসিক হল খুলে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আজ শনিবার দুপুর ২টা পর্যন্ত আলটিমেটাম দেন শিক্ষার্থীরা।
আজ সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী সামিয়া এ দাবি জানান। এরপরই বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৩টা পর্যন্ত গেরুয়া বাজার এলাকায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ৪০ জাবি আহত হন। ভাঙচুর করা হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চারটি মোটরসাইকেল। সংঘর্ষে গেরুয়া বাজার এলাকায় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট।
জাবি শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো- আজ শনিবারের মধ্যে হল খুলে দিতে হবে, আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ ও মোটরসাইকেলসহ অন্যান্য ক্ষতিপূরণ প্রশাসনকে দিতে হবে এবং গেরুয়া এলাকার সঙ্গে ক্যাম্পাসের সংযোগ প্রাচীর নির্মাণ করতে হবে এবং গতকাল রাতের সংঘর্ষের ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে হবে।
এ সময় শিক্ষার্থীরা ‘গেরুয়াতে ছাত্র মরে, প্রশাসন কি করে’, ‘এক দফা এক দাবি, আজকেই হল খুলে দিবি’ স্লোগান দেন।
এলাকাবাসী বলছে, গত ১১ ফেব্রুয়ারি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের গেরুয়া বাজার এলাকায় সম্প্রতি বাতিঘর নামের একটি সংগঠন ক্রিকেট খেলার আয়োজন করে। সেই খেলায় একটি দলের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী খেলতে যান। এ সময় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী লাঠি সোটা ও ধারালো অস্ত্র দিয়ে সেই দিনেই বাতিঘরের অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে সেইসঙ্গে দুটি বিকাশের দোকানসহ তিনটি দোকানে তালা ঝুলিয়ে দেয়। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় গেরুয়া বাজার এলাকায় নজরুল নামের এক যুবককে নিজ বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের ভাড়া ঘরে নিয়ে মারধর করে। পরে মারধরের বিষয়টি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে তাঁরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে জাবি শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পরে। আহত সবাইকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
অন্যদিকে, রাতের ঘটনার সূত্রপাত সম্পর্কে প্রত্যক্ষদর্শী কয়েকজন জাবি শিক্ষার্থী জানান, কয়েকদিন আগে একটি ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে জাবি শিক্ষার্থীদের ঝামেলা হয়। সমস্যা সমাধানে শুক্রবার বিকেলে স্থানীয় যুবকদের সঙ্গে আলোচনা করতে যান বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। আলোচনা চলাকালে আবার কথা কাটাকাটি হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গেরুয়া বাজারের একটি ভবনে আটকে রাখা হয়। পরে স্থানীয়রা তাঁদের মারধর করেন। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অভিষেক মণ্ডল, কার্যনির্বাহী সদস্য অ্যালেক্সসহ তিনজন আহত হন। এ সময় শিক্ষার্থীদের পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে স্থানীয়রা। রাতভর এলাকাবাসীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ চলে জাবি শিক্ষার্থীদের।