১১ অক্টোবর জাবির হল খোলার চূড়ান্ত সিদ্ধান্ত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলো আগামী ১১ অক্টোবর থেকে খুলে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ক্লাস শুরু হবে ২১ অক্টোবর। আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভা থেকে আবাসিক হলগুলো আগামী ২১ অক্টোবর থেকে খোলার সুপারিশ করা হলেও তা এগিয়ে ১১ অক্টোবর করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে সিন্ডিকেট সভায় হল খোলার বিষয়টি পুনর্বিবেচনা করা হয়েছে।’
আরেক সিন্ডিকেট সদস্য ও গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, ‘শিক্ষার্থীদের হলে ওঠার জন্য ন্যূনতম এক ডোজ টিকার সনদ দেখাতে হবে। আর গণরুম পরিস্থিতি বিবেচনায় ৪৯ ব্যাচের শিক্ষার্থীদের এখন হলে ওঠানো হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এর আগে আজ দুপুর ১২টায় হল প্রভোস্ট কমিটির পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করলে সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ৫ অক্টোবর হল খুলে দেওয়ার দাবি জানান।