৫ অক্টোবরের মধ্যেই জাবির হল খোলার দাবি শিক্ষার্থীদের
আগামী ৫ অক্টোবরের মধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুরে রেজিস্ট্রার ভবনের সিনেট হলে প্রভোস্ট কমিটির সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা এ দাবি জানান।
২১ তারিখে হল খোলার সুপারিশকে প্রত্যাখ্যান করে জাবি শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আফফান হোসেন আপন বলেন, সরকার ২৭ সেপ্টেম্বরের পর যেকোনো দিন বিশ্ববিদ্যালয় খোলার অনুমতি দিয়েছে। প্রশাসন চাইলে অক্টোবরের শুরুতেই ক্যাম্পাস খুলে দিতে পারত। কিন্তু প্রশাসন সেরকম কোনো সিদ্ধান্ত নেয়নি। আমরা ৫ অক্টোবরের পর এক মুহূর্তের জন্যও অপেক্ষা করতে চাই না। এ সংক্রান্ত কোনো অপ্রীতিকর ঘটনার জন্য জাবি প্রশাসনকেই দায়ভার নিতে হবে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জাবি শাখার আহ্বায়ক শোভন রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের আশেপাশে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী ভাড়া বাসায় মানবেতর জীবনযাপন করছে। ভাড়া বাসা থেকে হলের পরিবেশ অনেক বেশি ভালো। আমরা চাইবো ৫ তারিখের মধ্যেই হল খুলে দেওয়া হোক। পাশাপাশি ট্রান্সপোর্ট সুবিধা বৃদ্ধি ও কোনো শিক্ষার্থী আক্রান্ত হলে ব্যবস্থা কী হবে সে বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেওয়া হোক।
শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা পোষণ করে প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোহা. মুজিবুর রহমান বলেন, ‘একাডেমিক কাউন্সিল ২১ অক্টোবর হল খোলার সুপারিশ করেছে। শিক্ষার্থীরা চায় ৫ তারিখের মধ্যেই হলে উঠতে। আমরা সিন্ডিকেট সভায় অনুরোধ করব ২১ তারিখের পূর্বেই হল খুলে দেওয়ার জন্য।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘২১ তারিখ বিশ্ববিদ্যালয় খোলা—কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, এটা একাডেমিক কাউন্সিলের সুপারিশ। শিক্ষার্থীদের দাবি বিবেচনায় রেখেই সিন্ডিকেট পরবর্তী সিদ্ধান্ত নিবে।’
গত ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে ২১ অক্টোবর হলগুলো খোলার ব্যাপারে সুপারিশ করা হয়। প্রথমবর্ষের (৪৯ ব্যাচ) শিক্ষার্থীদের হলে না তোলার ব্যাপারেও সুপারিশ করে এই সভা। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ বিষয়ে সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সিন্ডিকেট সভার আগেই বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে।