শিক্ষকদের বেতন বাড়ানোর দাবি প্রগতিশীল ছাত্রজোটের
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন বাড়ানোর দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট। প্রস্তাবিত অষ্টম পে-স্কেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন কাঠামো পুনর্নির্ধারণ এবং বাণিজ্যিক সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবি জানিয়ে আজ মঙ্গলবার মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।
বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে আয়োজিত প্রগতিশীল ছাত্রজোটের সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আলমগীর হোসেন সুজন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দিন দিন করপোরেট দাস করে তোলা হচ্ছে। তাঁরা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। এর কারণ শিক্ষকদের অসঙ্গতিপূর্ণ বেতন-ভাতা।’
উচ্চশিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হচ্ছে না উল্লেখ করে আলমগীর হোসেন বলেন, ‘গত বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাত্র ২১৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে গবেষণা খাতে রয়েছে দুই কোটি যা এত বড় বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের জন্য খুবই নগণ্য।’
সমাবেশে বক্তারা শিক্ষা খাতে বাজেট আরো বাড়ানোর দাবি জানান।
এর আগে প্রস্তাবিত অষ্টম পে-স্কেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন কাঠামো পুনর্নির্ধারণ এবং বাণিজ্যিক সান্ধ্যকালীন কোর্স বন্ধের আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের টেন্ট থেকে মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টুকিটাকি চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডি, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক যারিফ মুহিব অয়ন, ছাত্র ইউনিয়নের সভাপতি আয়তুল্লাহ খোমেনি প্রমুখ।