রাবিতে সংস্কৃতিকর্মীকে পেটাল ছাত্রলীগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বাসুদেব পালকে মারধর করে আহত করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েক কর্মী। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটের সিলসিলা রেস্টুরেন্টের সামনে ছাত্রলীগকর্মী সজীব হোসেন ও তাঁর সহযোগীরা বাসুদেবকে মারধর করে।
আহত বাসুদেব পালকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি গণশিল্পী সংস্থা নামের একটি সাংস্কৃতিক সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কণিকা গোপ এনটিভি অনলাইনকে জানান, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটের সিলসিলা রেস্টুরেন্টের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন ছাত্রলীগকর্মী সজীবসহ কয়েকজন। পাশেই বিশ্ববিদ্যালয় গণশিল্পী সংস্থার কার্যালয়ে অন্য সহকর্মীদের সঙ্গে ছিলেন বাসুদেব পাল।
বাসুদেব সংগঠনটির কার্যালয়ের জানালা খুলতে গেলে পাশেই বসে থাকা সজীবের গায়ে লাগে। এতে ক্ষিপ্ত হন ছাত্রলীগকর্মী সজীব। এ ঘটনার জেরে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা বাসুদেবকে বেধড়ক মারধর করে। পরে গণশিল্পী সংস্থার কর্মীরা তাঁকে উদ্ধার করে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান এনটিভি অনলাইনকে বলেন, ‘বিষয়টি সংস্কৃতিকর্মীরা আমাকে চিঠি দিয়ে জানিয়েছে। আমি এখন সজীবের হলে অবস্থান করছি। তাঁকে পেলেই আটক করে পুলিশে দেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। তবে ক্যাম্পাসের বাইরে থাকার কারণে তাৎক্ষণিকভাকে কোনো ব্যবস্থা নিতে পারিনি। ক্যাম্পাসে গিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান এনটিভি অনলাইনকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ ব্যাপারে জানতে অভিযুক্ত ছাত্রলীগকর্মী সজীব হোসেনের মোবাইল ফোনে বার বার যোগাযোগ করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।