‘বিভাগের সঙ্গে সম্পর্ক না রাখা’য় ঢাবি শিক্ষক বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক সহকারী অধ্যাপককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
দীর্ঘদিন ধরে বিভাগের সঙ্গে সম্পর্ক না রাখায় ওই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ওই সহকারী অধ্যাপকের নাম আজহার জাফর শাহ। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সিন্ডিকেটের এক সভায় তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। তিনি এনটিভি অনলাইনকে বলেন, বিভাগের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ না রাখায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আজহার জাফর শাহকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে জানতে বহিষ্কৃত শিক্ষকের মুঠোফোনে যোগাযোগ করা হয় কিন্তু কলটি রিসিভ হয়নি।