বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনদিনের ধর্মঘটের ডাক
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি-র ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে তিনদিনের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ শুক্রবার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ধানমণ্ডি ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ছাত্র ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, আগামীকাল শনিবার থেকে সোমবার পর্যন্ত এই ছাত্র ধর্মঘট চলবে।
সংবাদ সম্মেলনে ‘নো ভ্যাট অন এডুকেশন’-এর সমন্বয়ক জ্যোর্তিময় চক্রবর্তী এই ঘোষণা দেন।
ভ্যাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই পরিশোধ করবে, সরকারের এ আশ্বাসে সন্তুষ্ট নন জানিয়ে জ্যোর্তিময় চক্রবর্তী বলেন, সরকারের বা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ব্যাখ্যা চতুরতাপূর্ণ। শিক্ষা মৌলিক অধিকার। এর ওপর কোনো ধরনের ভ্যাট আরোপ হতে পারে না। বাংলাদেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে এই ধর্মঘট চলবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ধর্মঘটের পাশাপাশি আগামী রোববার থেকে নিজেদের বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। সিয়াম নামে স্টেট ইউনিভার্সিটির এক শিক্ষার্থী বলেছেন, ‘ভ্যাট প্রত্যাহার না করলে ধর্মঘটের পাশাপাশি রোববার থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেব আমরা।’
গত বৃহস্পতিবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভ্যাট প্রত্যাহারের দাবিতে দিনভর বিক্ষোভ প্রদর্শন করে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে তা শুরু হলে ছড়িয়ে পড়ে রাজধানীসহ চট্টগ্রাম ও সিলেটের প্রায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচির কারণে থমকে যায় রাজধানীর জনজীবন।