জাহাঙ্গীরনগরে ‘টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস’ সেমিনার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের আয়োজনে ‘টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস’ শীর্ষক উচ্চশিক্ষা মানোন্নয়ন গবেষণা প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দর্শন বিভাগের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত এ সেমিনারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘শিক্ষাপদ্ধতি এবং শিক্ষাগ্রহণ উভয় বিষয়ই ওতপ্রোতভাবে জড়িত। এখানে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের মিথস্ক্রিয়ায় শিক্ষা প্রদান এবং শিক্ষাগ্রহণ প্রক্রিয়া প্রাণবন্ত হয়ে ওঠে। আশা করি আজকের এ সেমিনার শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সম্পর্ক বৃদ্ধির নতুন নতুন দিক উন্মোচন করবে।’
সেমিনারে ‘টিচিং অ্যাট ইউনিভার্সিটি : এইমস্ অ্যান্ড অবলিগেশন্স’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক গালিব আহসান খান। আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ফাহমিনা আহমেদ।
এ ছাড়া ‘থিওরি ইন এডুকেশন : টিচিং টেকনিক’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক এম অহিদুজ্জামান। আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মন্জুর ইলাহী।
বিভাগীয় শিক্ষক ও ‘টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস’ শীর্ষক উচ্চশিক্ষা মানোন্নয়ন গবেষণা প্রকল্পের উপব্যবস্থাপক অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুরের সভাপতিত্বে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান, বিভাগীয় সভাপতি অধ্যাপক মন্জুর ইলাহী, বিভাগীয় শিক্ষক অধ্যাপক কামরুল আহসান প্রমুখ।