দাবি আদায়ে জাবির পরিবেশ বিজ্ঞান বিভাগের কার্যক্রম স্থগিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ভূতাত্ত্বিক বিজ্ঞান, ইলেকট্রনিকস ও কম্পিউটার বিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান ভবন’-এর তৃতীয় তলা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে বুঝে পাওয়ার আগ পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষকরা।
আজ বুধবার সন্ধ্যায় এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
রাশিদুল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে জারীকৃত অফিস আদেশ মোতাবেক ভবনের তৃতীয় তলার ২৮ হাজার বর্গফুট জায়গা পরিবেশ বিজ্ঞান বিভাগকে বুঝিয়ে দিতে হবে। এর আগ পর্যন্ত ক্লাস-পরীক্ষাসহ সব শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে।’ চলমান অবস্থান কর্মসূচি প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে বলেও তিনি জানিয়েছেন।
এ ছাড়া আগামী ১৬ এপ্রিল দুপুর ১২টায় ক্যাম্পাসে মৌন মিছিল করবেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। একই দিন বিকেলে ৩টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন শিক্ষক ও শিক্ষার্থীরা।