জাবিতে সাংবাদিকতাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
‘বোধ চিন্তায় হও নির্ভয়, আগামীর গল্প বলো, চলো দুর্জয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংবাদিকতাবিষয়ক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি এ কর্মশালার আয়োজন করে।
গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান হয়।
প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দ্য ডেইলি সানের সম্পাদক মো. জামিলুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাফরুহী সাত্তার।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য আবুল হোসেন বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি জাতীয় পর্যায়ে সাংবাদিক তৈরিতে ভূমিকা রাখছে। আশা করি আগামীতেও তারা এ ধারা অব্যাহত রাখবে।’ এ সময় বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়ানোয় সাংবাদিকদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
ডেইলি সানের সম্পাদক জামিলুর রহমান বলেন, ইন্টারনেট ব্যবস্থার সম্প্রসারণের ফলে আগামী ১০ বছরের মধ্যে ছাপানো পত্রিকার চাহিদা অনেক কমে যাবে। মানুষ এখন দ্রুত সংবাদ পেতে চায়। সব মিলিয়ে কাগুজে পত্রিকার দিন শেষের দিকে। তবে এই উপমহাদেশে এ চাহিদা আরো কিছুদিন অব্যাহত থাকবে। তিনি বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় অনেক বাধা-বিপত্তি আছে। তবে সাংবাদিকতার ভবিষ্যৎ খুব উজ্জ্বল।
সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সৈকতের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জনি আলম। কর্মশালায় সাংবাদিকতাবিষয়ক প্রশিক্ষণ দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আহমেদ, বিবিসি বাংলার সাংবাদিক আকবর হোসেন, চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক মাকসুদ উন নবী ও ফিচার লেখক নাদিম মাজিদ।
সন্ধ্যায় কর্মশালা ও সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান শেষ হয়। এ সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খবির উদ্দিন ও সাংবাদিক সমিতির উপদেষ্টা অধ্যাপক ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন।