যৌন হেনস্তার ঘটনায় শাহবাগ থানা ঘেরাও
পহেলা বৈশাখে বর্ষবরণ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় প্রকাশ্যে নারী হেনস্তার ঘটনায় বখাটেদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। দোষীদের গ্রেপ্তার করতে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন তাঁরা।
আজ রোববার চারুকলা অনুষদের সামনে এক মানববন্ধন শেষে দুপুর ২টার দিকে অনুষদের শতাধিক শিক্ষার্থী শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় থানা ফটকের কর্তব্যরত পুলিশ সদস্যরা তাঁদের বাঁধা দেন। পরে সহকারী প্রক্টর অধ্যাপক রবিউল ইসলাম গিয়ে আশ্বস্ত করে শিক্ষার্থীদের নিয়ে আসেন।
এর আগে মানববন্ধন কর্মসূচিতে চারুকলা অনুষদের ডিনসহ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। তাঁরা বখাটেদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানান। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকারও তীব্র সমালোচনা করেন তাঁরা।