জগন্নাথে শিক্ষিকাকে লাঞ্ছিত করায় ছাত্রলীগ নেতা বহিষ্কার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষিকাকে শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত শাখা ছাত্রলীগের সহসম্পাদককে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোস্তফা কামাল এনটিভি অনলাইনকে জানান, গত রবিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষিকাকে পথরোধ করে প্রথমে ধাক্কা, পরে কাপড় ধরে টানাটানি এবং চড় মারার অভিযোগ আসে। এ ঘটনায় ওইদিনই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের আরজ মিয়াকে সাময়িক বহিষ্কার করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা তাকে পুলিশে সোপর্দ করে। আরজ জবি শাখা ছাত্রলীগের সহসম্পাদক।
সহকারী প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল আরো জানান, ওই ঘটনায় লাঞ্ছিত শিক্ষিকা বাদী হয়ে থানায় মামলা করেছেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মদকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
এ ছাড়া আজ সোমবার মার্কেটিং বিভাগের আবিদ নামের এক শিক্ষার্থীকে শিক্ষকের ব্যাগ চুরির দায়ে এক সেমিস্টারের জন্য সাময়িক বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক মোস্তফা কামাল। অভিযুক্ত ওই শিক্ষার্থীকে সংশোধনের জন্য পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
শিক্ষিকাকে লাঞ্ছিত করায় ঘটনায় সোমবার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে ছাত্রলীগের নেতা আরজকে স্থায়ী বহিষ্কারের দাবিতে পৃথক ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও সাধারণ শিক্ষার্থীরা। একইসঙ্গে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষকের অপসারণ দাবি করেছেন আন্দোলনকারীরা।