জাবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই’—এ স্লোগান সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বুধবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় প্রতিযোগিতার আয়োজন করেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেইউডিওর সভাপতি সাব্বির আহমেদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন অনুষ্ঠানটির উদ্বোধন করবেন। বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে স্কুল পর্যায়ের বিতার্কিকদের দিয়ে এ প্রতিযোগিতা শুরু হবে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের মোট ১২২টি দল অংশ নেবে।
এবারের আয়োজনের মূল লক্ষ্য তরুণদের মধ্যে দুর্নীতিবিষয়ক সচেতনতা সৃষ্টি ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার করে তোলা বলে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক শেখ রাহাত বলেন, নৈতিকতা, তথ্য অধিকার, নির্বাচনী সংস্কার, নারী অধিকার, মানবাধিকার, সুশাসন ও দুর্নীতি, গণমাধ্যমের স্বাধীনতা, টেকসই উন্নয়ন, শান্তি ও দ্বন্দ্ব, জলবায়ু পরিবর্তন ও শিক্ষাব্যবস্থা ইত্যাদি প্রতিপাদ্যের ওপর এ বিতর্ক অনুষ্ঠিত হবে।
টিআইবির প্রোগ্রাম সেক্রেটারি ওয়াসিম রেজা বলেন, তরুণদের মধ্যে দুর্নীতিবিষয়ক সচেতনতা সৃষ্টি ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এক তরুণ সমাজ গড়ে তোলার লক্ষ্যে টিআইবি কাজ করে যাচ্ছে।