শনিবারের মধ্যে ভবন নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস উপাচার্যের
নবনির্মিত ভবনে স্থান বরাদ্দ নিয়ে সৃষ্ট পরিস্থিতি আগামীকাল শনিবারের মধ্যেই সমাধান হবে বলে আশ্বস্ত করেছেন উপাচার্য ফারজানা ইসলাম। বিবদমান তিনটি বিভাগকে এই আশ্বাস দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে অবস্থা পর্যবেক্ষণে গিয়ে শনিবারের মধ্যে সমস্যা নিরসনের আশ্বাস দেন উপাচার্য। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শরীফ এনামুল, উপ-উপাচার্য আবুল হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকী, প্রক্টর তপন কুমারসহ বিভিন্ন বিভাগের প্রধানরা।
এ ব্যাপারে জানতে উপাচার্যকে মোবাইলে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা এনটিভি অনলাইনকে বলনে, সংশ্লিষ্ট সব বিভাগের সঙ্গে আলাদা এবং যৌথ সভা করেছেন উপাচার্য। সমস্যার সমাধান হয়েছে। তবে শনিবার বিভাগের প্রধানদের নিয়ে অনুষ্ঠিত সভায় এই বিষয়ে জানানো হবে। সভাটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানের কক্ষে অনুষ্ঠিত হবে।
এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে নতুন ভবনে ওঠার পর রাতে সেখানে অবস্থান করেন পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ ব্যাপারে পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক এ কে এম রাশিদুল আলম বলেন, বিভাগের কিছু মালপত্র এখনো ভবনের বাইরে রয়ে গেছে। এ জন্যই তাঁরা সেখানে অবস্থান করছেন।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ভূ-তাত্ত্বিক বিজ্ঞান বিভাগের কিছু শিক্ষার্থীকে রাত সাড়ে ১০টার দিকে ভবনের মধ্যে দেখা গেলেও পরে তাঁরা চলে যান।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নবনির্মিত ভবনের তৃতীয় তলায় চেয়ার-টেবিল নিয়ে উঠে পড়ে পরিবেশ বিজ্ঞান বিভাগ। পরে সকাল ৯টার দিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ভূ-তাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সেখানে আসেন। পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভবনে ঢুকতে বাধা দিয়ে দুই ফটকের মাঝে অবস্থান নেন।