জাবিতে আন্তবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতা শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে আন্তবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতা-২০১৫। উদ্বোধনী খেলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ৭৯-৬৯ পয়েন্টে পরাজিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। পরে উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। এ সময় শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক-কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এবারের প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং স্বাগতিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। মোট সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয় এতে অংশগ্রহণের কথা থাকলেও রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শেষ মুহূর্তে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে বলে জানা গেছে।
বিকেল সাড়ে ৫টায় মুখোমুখি হয় স্বাগতিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এবারের প্রতিযোগিতাটি পাঁচ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হওয়ায় লীগ পদ্ধতিতে টুর্নামেন্ট পরিচালিত হবে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মো. আজমল আমীন টুটুল। পরে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অর্জনকারীকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
এর আগে আজ সকালে গত বছরের আন্তবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টিমকে ব্লেজার পুরস্কার দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দলের খেলোয়াড়-কর্মকর্তাদের হাতে এ পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।