দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ জাবির প্রশাসনিক ভবন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নতুন বিজ্ঞান ভবন বরাদ্দ-সংক্রান্ত সংকট নিরসনের দাবিতে উপাচার্যের প্রশাসনিক ভবন দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য এ অবরোধ কর্মসূচি পালন শুরু করেন। দ্বিতীয় দিনের মতো অবরোধের কারণে উপাচার্যের প্রশাসনিক ভবনে কোনো কর্মকর্তা-কর্মচারী প্রবেশ করতে পারেননি। বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম।
গত মঙ্গলবার উপাচার্যকে ২৪ ঘণ্টার বেঁধে দেওয়া সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নেওয়ায় গতকাল বুধবার সকাল ৭টা থেকে প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত দুই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সাংবাদিকদের বলেছেন, ‘সংকট নিরসনে চেষ্টা অব্যাহত রয়েছে। তবে সংকট নিরসনে সবার আগে এই তিন বিভাগের শিক্ষকদের এগিয়ে আসতে হবে।’
এদিকে, প্রশাসনিক ভবন দ্বিতীয় দিনের মতো অবরাধ থাকার কারণে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম নিজ বাসভবনে অফিশিয়াল কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
গত ৩০ এপ্রিল সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৪ মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন নতুন বিজ্ঞান ভবনের চারতলা ভবনের তৃতীয় তলায় শিক্ষা কার্যক্রম শুরু করে পরিবেশ বিজ্ঞান বিভাগ। এ ঘটনার প্রতিবাদে ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকরা তাঁদের সব শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেন। একই সঙ্গে আন্দোলনে নামেন ওই দুই বিভাগের শিক্ষার্থীরা।