ভবন বরাদ্দ নিয়ে জাবিতে অবরোধ পঞ্চম দিনে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভবন বরাদ্দ-সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে টানা পঞ্চম দিনের মতো অবরুদ্ধ অবস্থায় রয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রশাসনিক ভবন। আজ রোববার সকাল ৭টা থেকে ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে রাখেন।
এদিকে, শিক্ষক-শিক্ষার্থীদের টানা অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারেননি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম সাংবাদিকদের বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলা হয়েছে। দু-একদিনের মধ্যে বিক্ষোভকারীরা আন্দোলন প্রত্যাহার না করলে বিশ্ববিদ্যালয়ের আইন ও রাষ্ট্রীয় আইনে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, এর আগে গত ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট পরিবেশ বিজ্ঞান বিভাগকে ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ভবনের তৃতীয় তলা বরাদ্দ দেয়। সিন্ডিকেটের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে নবনির্মিত চারতলা ভবনের প্রথম থেকে তৃতীয় তলা পর্যন্ত হস্তান্তরের দাবিতে সব শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।