ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনটি নতুন বিভাগ চালু
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনটি নতুন বিভাগ চালু করা হয়েছে। আগামী ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ থেকে এসব বিভাগের কার্যক্রম শুরু হবে।
বিভাগগুলো হলো সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগ, জীববিজ্ঞান অনুষদের অধীনে পাবলিক হেলথ বিভাগ এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে ম্যাকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ।
আজ রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়রে জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।