উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে : ইসি সচিব
নির্বাচন কমিশনের (ইসি) সচিব হুমায়ুন কবীর খন্দকার বলেছেন, ‘দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভোটকেন্দ্রে কেউ মারা যায়নি। তবে হতাহতের ঘটনায় নির্বাচন কমিশন ব্যথিত।’
আজ বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসি সচিব এ কথা বলেন।
হুমায়ুন কবীর খন্দকার বলেন, ‘কমিশন মনে করেন, এই ধাপের যে ৮৩৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে, সেগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং উৎসবমুখর পরিবেশে হয়েছে। ছয়জন মারা গিয়েছে, এটি ঠিক। এই মৃত্যুর জন্য মাননীয় কমিশন ব্যথিত। যে ছয়জন মারা গিয়েছে, তারা আমাদের ভোটকেন্দ্রে মারা যায়নি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং এই সহিংসতা হয়েছে। ফলে তারা মারা গিয়েছে।’
দ্বিতীয় ধাপে ২৬টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হয়েছে। সংঘর্ষ, হামলা ও ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।
বৃহস্পতিবার ভোটের দিন ইউপি নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় বিভিন্ন এলাকায় হামলা ও দুপক্ষের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।