নবাবগঞ্জে জাল ভোট দেওয়ার সময় কিশোর আটক
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় এক কিশোরকে (১৭) আটক করেছে হরিনাথপুর কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেজার আহমেদ।
ম্যাজিস্ট্রেট জানান, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর ৩ নম্বর ওয়ার্ডে আজ জাল ভোট দেওয়ার জন্য এক কিশোর লাইনে দাঁড়িয়ে ছিল। সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক অবস্থায় জাল ভোট দিতে আসার কথা স্বীকার করে সে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
নবাবগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। চেয়ারম্যান পদে ৪১ জন, সদস্য পদে ৩৩১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।