পাবনায় নৌকার প্রার্থীর প্রতিদ্বন্দ্বী দুই স্ত্রী
পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন নুরুন নবী মণ্ডল (দুলাল)। তার প্রতিদ্বন্দ্বী তারই দুই স্ত্রী ফেরদৌসী বেগম ও নাসিমা খাতুন। তারা দুই সতীন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তারা সবাই মনোনয়নপত্র দাখিল করেন। বিষয়টি নিয়ে ভাঙ্গুড়ায় চলছে আলোচনা-সমালোচনা।
জানা গেছে, নুরুন নবী মণ্ডল দুলাল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রায় এক যুগ চাকরি থাকতেই সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন। তিনি খানমরিচ ইউনিয়ন যুবলীগের সভাপতি। নির্বাচনি তফসিল ঘোষণার পর তিনি নিজে ও তার দুই স্ত্রী ফেরদৌসী বেগম ও নাসিমা খাতুন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিকে তিনি দলীয় মনোনয়ন পেতে তদবির শুরু করেন। গত রোববার তিনি ওই ইউনিয়নে দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন পান। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনি দলীয় নৌকা প্রতীকের মনোনয়নপত্র দাখিল করেন। এর পরও তার দুই স্ত্রী স্বতন্ত্র প্রার্থী থেকে যান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা অষ্টমণীষা ও খানমরিচ ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার রুখসানা নাসরিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে খানমরিচ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নুরুন নবী মণ্ডল দুলাল বলেন, বিশেষ কারণেই তিনিসহ তার দুই স্ত্রী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।