সুষ্ঠু নির্বাচন উপহার দিব : জাবেদ আলী
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, ‘সবাই যদি সক্রিয় হয় এবং ভোটার যদি শান্তি চায় তবে আমাদের যে রিসোর্স আছে তা দিয়ে শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব।’
আজ সোমবার দুপুরে বাগেরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ‘প্রস্তুতিমূলক পর্যালোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাবেদ আলী।
আইনের বাধ্যবাধকতার কারণেই অনেক ইউনিয়নে একসঙ্গে নির্বাচন করতে হচ্ছে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, ৪৬ লাখ নতুন ভোটারের কথা বিবেচনায় রেখে ছয়টি পর্যায়ে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া আর কোনো উপায় ছিল না।
সবাই যদি আচরণবিধি মেনে চলে তাহলে আইনশৃঙ্খলা ঠিক থাকবে। আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্য পর্যাপ্ত লোক নিয়োগ থাকবে বলে জানান নির্বাচন কমিশনার।
বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রস্তুতিমূলক পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মুজিবর রহমান, পুলিশ সুপার নিজামুল হক মোল্লা প্রমুখ।
প্রস্তুতিমূলক সভায় বাগেরহাটের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।