মানিকগঞ্জের তিন আসনে ৩৩ মনোনয়নপত্র জমা
মানিকগঞ্জের তিনটি আসনে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে মানিকগঞ্জ-১ আসনে ১০ জন, মানিকগঞ্জ-২ আসনে ১৪ জন ও মানিকগঞ্জ ৩ আসনে নয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ রোববার (১ ডিসেম্বর) মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিয়া এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন। গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হয়।
মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিয়া জানান, মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন। তারা হলেন—আবদুস সালাম (আওয়ামী লীগ), সালাউদ্দিন মাহমুদ জাহিদ (স্বতন্ত্র), হাসান সাঈদ (জাতীয় পার্টি), দীন মোহাম্মদ খান (জাকের পার্টি), মোনায়েম খান (বিএনএম), আবদুল আলী বেপারী (স্বতন্ত্র), আফজাল হোসেন খান জকি (জাসদ), আফজাল হোসেন খান (জাতীয় পার্টি, জেপি), জহিরুল আলম রুবেল (জাতীয় পার্টি) ও মো. শাহজাহান খান (গণফ্রন্ট)।
জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিয়া জানান, মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসনে মনোনয়নপত্র জমা দেন ১৪ জন। তারা হলেন—মমতাজ বেগম (আ.লীগ), ফেরদৌস আহম্মেদ আসিফ (বাংলাদেশ তরিকত ফেডারেশন), রফিকুল ইসলাম সিদ্দিকি (জাসদ), মোহাম্মদ জসিম উদ্দিন (তৃণমূল বিএনপি), এ কে এম ইকবাল (বিএনএম), দেওয়ান জাহিদ আহম্মেদ (স্বতন্ত্র), এস এম আব্দুল মান্নান (জাতীয় পার্টি), দেওয়ান শফিউল আরেফিন টুটুল (স্বতন্ত্র), মুশফিকুর রহমান হান্নান (আ.লীগ), এ কে এম নাহিদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি), তানভির হাসান (কৃষক শ্রমিক জনতা লীগ), শাহবুদ্দিন আহম্মেদ চঞ্চল (স্বতন্ত্র), জাকির হোসেন (বাংলাদেশ কংগ্রেস পার্টি) ও সারোয়ার আলম (স্বতন্ত্র)।
জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিয়া আরও জানান, মানিকগঞ্জ-৩ (মনিকগঞ্জ সদর-সাটুরিয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন নয়জন। তারা হলেন—জাহিদ মালেক (আ.লীগ), মফিজুল ইসলাম খান কামাল (গণফোরাম), মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল (জাতীয় পার্টি), মোয়াজ্জেম হোসেন খান মজলিশ (তৃণমূল বিএনপি), দীন মোহাম্মদ খান (জাকের পার্টি), সৈয়দ সারোয়ার হোসেন চৌধুরী, (জাসদ), এ খালেক দেওয়ান (বিএনএম), এম হাবিবুল্লা (কৃষক শ্রমিক জনতা লীগ) ও সাবিনা ইয়াসমিন (বাংলাদেশ কংগ্রেস)।