ইউপি নির্বাচনে তিনবার জামানত হারিয়ে জাতীয় নির্বাচনে তিনি!
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে তিনবার প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন। সবগুলো নির্বাচনে হারিয়েছেন জামনত। এরপরও নির্বাচন আসলে নিজেকে ধরে রাখতে পারেননি। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. আব্দুল আলী বেপারী।
গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই দিন দুপুরে নাতিকে সঙ্গে নিয়ে নিজের মনোনয়নপত্র জমা দিতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেহেনা আকতারের কার্যালয়ে যান আব্দুল আলী। এরপর মনোনয়নপত্র জমা দেন। আগামীকাল সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন। টিকে গেলে ইউপি নির্বাচনে তিনবার জামানত হারানো আব্দুল আলী লড়বেন জাতীয় নির্বাচনে।
স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলীর বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামে। তিনি ইট-বালু সরবরাহের ব্যবসা করতেন। তবে এখন অবসরে আছেন।
এর আগে আব্দুল আলী কৃষি কাজও করেছেন বলে জানা গেছে। তার তিন ছেলে ও দুই মেয়ে সবাই শিক্ষিত আর তিনি স্বশিক্ষিত। পরিবারের সদস্যরা তাকে নির্বাচনে অংশ নিতে নিষেধ করলেও তিনি ২০১১, ২০১৬ এবং ২০২১ সালে ইউপি নির্বাচন করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর আব্দুল আলী বেপারী বলেন, ‘তিনবার ইউপি নির্বাচন করেছি, কিন্তু জয়লাভ করতে পারিনি। ইউপি নির্বাচন করে জামনতও হারিয়েছি, তারপরও আমি হতাশ নই। এবার সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এই নির্বাচনে আমার পরিবারের লোকজন, এমনকি আমার স্ত্রীও যদি আমারে ভোট না দেয় তাতেও দুঃখ নেই। আমার কোনো দলবল নেই, বঙ্গবন্ধু বলেছিলেন, সাত কোটি কম্বল এলো আমার কম্বল কই? ভোটের দিন যেন আমি নিজের ভোটটা দিতে পারি সেটাই বড় কথা, কে আমারে ভোট দিল, আর কে দিল না তা জানার বিষয় না।’