স্বতন্ত্রপ্রার্থীর কর্মীদের নৌকার পক্ষে কাজের নির্দেশ পুলিশের
স্বতন্ত্রপ্রার্থীর নেতাকর্মীদের বাড়িতে গিয়ে নৌকার পক্ষে কাজ করার নির্দেশ দিচ্ছেন কুমিল্লা চান্দিনা থানার পাঁচ উপপরিদর্শক (এসআই) ও দুই সহকারী উপপরিদর্শক (এএসআই)। এমন অভিযোগ করেছেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মুনতাকিম আশরাফ টিটু ও তাঁর নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তাঁরা।
অভিযুক্ত চান্দিনা থানার পাঁচ এসআই হচ্ছেন গিয়াসউদ্দিন, রাকিব, নোমান, সঞ্জয় ও সৈকত। দুই এএসআই হচ্ছেন শাহাজাদা ও মোস্তফা কামাল।
সংবাদ সম্মেলনে মাধাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, ‘গতকাল এসআই নোমান একটি সভা থেকে আমাকে ডেকে নিয়ে যান। পরে তিনি আমাকে বলেন, এলাকা থেকে সরে যা। আমি বললাম কেন? তিনি বলেন, না হয় তোকে গ্রেপ্তার করতে হবে। ওপরের নির্দেশ আছে। আমি বললাম কিসের নির্দেশ? তিনি আমাকে বলেন না হয় চল আমি প্রাণ গোপাল দত্তের সঙ্গে যোগাযোগ করিয়ে দেই।’
সুবিল ইউনিয়নের চেয়ারম্যান ইমন হোসেন সরকার অভিযোগ করেন, ‘আমাকে ফোন দিয়েছেন থানার সেকেন্ড অফিসার রাকিব। আমার ইউনিয়নের শালিকা এলাকার একটি ঘটনাকে কেন্দ্র করে তিনি আমাকে ফোন দিয়ে বলেন আপনি বাড়ি থাকেন। আমি আসতেছি। আমি বললাম আপনি আসেন। তিনি একপর্যায়ে বলেন, আপনি নিজের ভালো চাইলে নৌকার জন্য কাজ করেন।’
ঈগল প্রতীকের প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু বলেন, ‘পুলিশ নৌকার কর্মীদের মতো বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। আমি অভিযোগ দিলে কাজ করে না। এভাবে নির্বাচন হয় না। সারা দেশে একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে। আর এই আসনে ২০ ডিসেম্বরের পর থেকে লাগাতার হামলা হচ্ছে। আমাদের দাঁড়ানোর সুযোগ দিচ্ছে না। এমন নির্বাচন প্রত্যাশা করিনি। আমরা প্রত্যাশা করি নির্বাচন কমিশন এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেবে।’
চান্দিনা আসনের নৌকার প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, ‘আমি সব অফিসারকে চিনিও না। আর তারা প্রশসনের লোক। তারা কেন নৌকার হয়ে কাজ করবে? এসব অভিযোগ মিথ্যা।’
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বলেন, এমন কোনো অভিযোগ আমি পাইনি। পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ, তা তো আমাকে জানানোর কথা।