ঢাকা-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছেঁড়া ও পুড়িয়ে ফেলার অভিযোগ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার হাবিবুর রহমান তার ৫৭ হাজার পোস্টার বিভিন্ন স্থান থেকে ছিঁড়ে বস্তায় ভরে আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগ করেছেন। এছাড়া তার নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তার পক্ষে কাজ না করার হুমকি-ধমকি দিচ্ছে নৌকার মনোনীত প্রার্থীর সমর্থকরা।
আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার হাবিবুর রহমান শাক্তা ইউনিয়নের খোলামোড়ার নবাবচর নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই অভিযোগ করেন।
স্বতন্ত্র প্রার্থী ডাক্তার হাবিবুর রহমান আরও বলেন, ঢাকা-২ এর রিটার্নিং কর্মকর্তার কাছে পোস্টার ছেঁড়া ও নির্বাচনি প্রচারণার কাজে নিয়োজিত কর্মীদের হুমকি-ধমকি দেওয়ার লিখিত অভিযোগ করেছি।
ডাক্তার হাবিবুর রহমান লিখিত অভিযোগে জানান, পোস্টার টাঙানোর পর কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর কলাতিয়া ও কালিন্দী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এবং কামরাঙ্গীরচরের ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ডসহ সাভার থানার আমিনবাজার তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার পোস্টার স্টিকার ছিড়ে ফেলা হয়েছে। এছাড়াও তার কর্মীদের বিভিন্ন হুমকি-ধমকি ও ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। নৌকার প্রার্থীর কর্মী ও সমর্থকরা এমন কর্মকাণ্ডে নির্বাচনি পরিবেশ বিঘ্ন ঘটছে।
এ ব্যাপারে ডাক্তার হাবিবুর রহমান রিটার্নিং কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, হযরতপুর ইউনিয়নের তার কর্মী জালাল মেম্বারের ওপর গত বুধবার রাতে নৌকার সমর্থক ও কর্মীরা হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনার প্রেক্ষিতে জালাল মেম্বারের পরিবারসহ ওই গ্রামের আমার ভোটাররা আতঙ্কিত অবস্থায় দিন যাপন করছেন। এমনকি আমার ভোটারদের নৌকার সমর্থকরা ভোট দিতে নিরুৎসাহিত করছেন।
ভোটাররা যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এবং ভোট গণনার পরে প্রকাশ করতে পারে, এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কাজে কর্মরত সকল কর্মকর্তাদের আহ্বান জানান ঢাকা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার হাবিবুর রহমান।
এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ এনটিভি অনলাইনকে বলেন, ঢাকা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার হাবিবুর রহমানের লিখিত অভিযোগ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।