ভোট নিয়ে কমনওয়েলথ সদস্যরা আশ্বস্ত হয়েছে : ইসি
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, ভোটাররা যাতে করে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সে জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে আছে। এতে কমনওয়েলথ সদস্যরা আশ্বস্ত হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে আজ শুক্রবার (৫ জানুয়ারি) ছয় সদস্যদের কমনওয়েলথের নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে সভা হয়। এরপর অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এসব কথা বলেন।
অশোক কুমার দেবনাথ জানান, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আহসান হাবিব খান বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমনওয়েলথের পক্ষে ছয় সদস্যের একটি দল অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন—জামাইকার সাবেক প্রধানমন্ত্রী এইচই অরিত্রি ব্রুস গোল্ডিং, ক্যামেরুনের সাবেক চেয়ারম্যান ইলেকশন কমিশনার ড. সামিউল আজিউ ফনকাম, নাইজেরিয়ার সাবেক চেয়ারম্যান অফ ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল ইলেকট্রোরাল কমিশন প্রোফেসর আত্তাহিরু মোহাম্মদ জেগে।
দলের অন্যান্য সদস্যরা হলেন, কলোম্বো বিশ্ববিদ্যালয়ের পাবলিক ও আন্তর্জাতিক ল-য়ের প্রোফেসর ওয়ালিগমা ভিদানা আরচেঙ্গা ডেনিস, গভর্নেন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার সার্থক রায়, কমনওয়েলথের গভর্নেন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের ইলেকটোরাল সাপোর্ট উপেদেষ্টা এবং প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুস।
নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষে অতিরিক্ত অশোক কুমার দেবনাথ বলেন, কমনওয়েলথের ছয় সদস্যের প্রতিনিধির সঙ্গে আমরা বৈঠক করেছি। তাদের জানার যা কিছু বিষয় ছিল তা আমরা জানিয়েছি। ভোটের প্রসেস ও চ্যালেঞ্জের বিষয়ে জানতে চেয়েছে। ভোটারদের অংশগ্রহণে চ্যালেঞ্জ আছে কি না কমনওয়েলথ জানতে চেয়েছে। তখন আমরা বলেছি, ভোটাররা যাতে করে শান্তি পূর্ণভাবে ভোট দিতে পারে, সেজন্য পর্য়াপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে আছে। এতে কমনওয়েলথ সদস্যরা আশ্বস্ত হয়েছে।
ভোটবিরোধী শঙ্কা কী ও হরতাল প্রসঙ্গে প্রশ্ন করা হলে অশোক কুমার দেবনাথ কোনো মন্তব্য করেননি।