সিলেটের তিন উপজেলার অনেক কেন্দ্রে নেই ভোটার
ষষ্ঠ উপজেলা নির্বাচনে র দ্বিতীয় ধাপে সিলেটের তিন উপজেলায় ১৭০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে আজ মঙ্গলবার (২১ মে)। তবে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর থেকে সকাল ১০টা পর্যন্ত কিছু কেন্দ্রে হাতেগোনা কয়েকজন ভোটার দেখা গেছে। তবে অধিকাংশ কেন্দ্রেই অলস সময় পার করছেন প্রিজাইডিং কর্মকর্তা, এজেন্ট, নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৪ হাজার ৪৮২ জন। আজ সকাল সাড়ে ৯টায় জৈন্তাপুরে রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটারের কোনো উপস্থিতি দেখা যায়নি। নিজপাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় কয়েকজন ভোটার এসেছেন। তবে কেন্দ্রের বাইরে ছিল উৎসুক জনতার ভিড়। আরও কিছু ভোটকেন্দ্রও ভোটারহীন দেখা গেছে। এর মধ্যে সকাল ১০টায় আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ভোটারের কোনো উপস্থিতি দেখা যায়নি।
এবারের উপজেলা নির্বাচনে তিন উপজেলায় মোট ৩৭ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন লড়াই করছেন। তিন উপজেলার ১৭০টি কেন্দ্রের মধ্যে ৮০টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বিবেচনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।