ঈদ দৌড়ে এগিয়ে ওসি হারুন, আসছেন অ্যালেন স্বপনরাও
ওটিটি কনটেন্টের শুভ সময় বইছে দেশে। চলতি বছরেই ‘উনিশ২০’, ‘দ্য সাইলেন্স’, ‘ফ্রাইডে’সহ বেশ কিছু কাজ পেয়েছে দর্শক প্রশংসা। সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্মগুলো যুক্ত করতে যাচ্ছে নতুন কনটেন্ট।
এবারের ঈদে ওটিটির সবচেয়ে প্রতিক্ষিত কনটেন্টের দৌড়ে এগিয়ে আছে হইচই। ভারতীয় প্ল্যাটফর্মটি ঈদে দুই বছরের অপেক্ষা শেষে দর্শকদের সামনে ফের হাজির করছে ওসি হারুনকে। আশফাক নিপুণের পরিচালনায় দর্শক অপেক্ষায় আছেন মোশাররফ করিমের ম্যাজিক দেখার।
ওটিটি প্ল্যাটফর্ম চরকিও ঈদে নিয়ে আছে তাদের ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজের স্পিন-অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। যেখানে চট্টগ্রামের লোকাল ভাষা ও কিছু পাঞ্চলাইনে নাসির উদ্দিন খান নজর কাড়বেন সকলের।
শিহাব শাহীনের পরিচালনায় নাসির উদ্দিন খান ছাড়াও রাফিয়াত রশিদ মিথিলা, সুমন আনোয়ার, রফিকুল কাদের রুবেল, শিমলা, আব্দুল্লাহ আল সেন্টু, আনিসুল হক বরুণসহ দুর্দান্ত সব অভিনেতার দেখা মিলবে এই সিরিজে।
সাম্প্রতিক সময়ে আলোচনা থাকা ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ ঈদে নিয়ে আসছে ‘কুহেলিকা’। সামিউর রহমানের পরিচালনায় নারীপ্রধান গল্পের এই ফিল্মে অভিনয় করেছেন সাফা কবির, ইয়াশ রোহান, সাফায়েত মনসুর রানা, এলিনা শাম্মী প্রমুখ।
দীপ্ত প্লে ঈদে নিয়ে আসছে নাম চূড়ান্ত না হওয়া এক ওয়েব ফিল্ম। মিজানুর রহমান আরিয়ানের এই ফিল্মে জুটি বেঁধেছে সাবিলা নূর ও খায়রুল বাসার।
তবে টিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন ও বায়োস্কোপের ঈদ আয়োজন এখনো চূড়ান্ত নয় বলে জানা গেছে।