ঈদে মুক্তি পাচ্ছে ১০ কোটি টাকার ৫ সিনেমা
ঈদ মানেই বড় পর্দাজুড়ে চমকপ্রদ আয়োজন। প্রায় ১০ কোটি টাকা বাজেটের পাঁচটি সিনেমা মুক্তি পাচ্ছে এবারের ঈদে। সেই তালিকায় আছে ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘প্রহেলিকা’, ‘লাল শাড়ি’ ও ‘ক্যাসিনো’।
প্রিয়তমা
গত ১০ মে সিনেমাটির ফার্স্ট লুক মুক্তি পাওয়ার পর থেকেই হৈচৈ শুরু হয়ে গেছে শাকিবিয়ানদের মধ্যে। পেছনে টান করে বাঁধা লম্বা চুলের শাকিব খানের নতুন অবতারটির খুব একটা সময় লাগেনি সামাজিক মাধ্যমে ভাইরাল হতে। বৃষ্টির মধ্যে জ্বলন্ত সিগারেট ঠোটে চেপে অজানা বিষন্নতার দিকে চাহনীটা চমকে দিয়েছে লাখো ভক্তকে। পরিচালক হিমেল আশরাফ দাবী করেছেন শাকিবের এই স্বতঃস্ফূর্ত ভঙ্গিমাটি প্রথমবারের মত বের হয়ে এসেছে প্রিয়তমায়। ফারুক হোসেনের সঙ্গে সিনেমার চিত্রনাট্য ও সংলাপ নির্মাণে স্বয়ং পরিচালকও অংশ নিয়েছেন। সিনেমাটি প্রযোজনা করেছেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে কলকাতার তারকা ইধিকা পালকে। এ সিনেমায় আড়াই কোটি টাকার বেশি ব্যয় করা হয়েছে।
সুড়ঙ্গ
সিনেমার টিজার প্রকাশের পর থেকেই আলোচনায় আফরান নিশো। নির্মাতা রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় নিশোর বিপরীতে মূল ভূমিকায় দেখা যাবে তমা মির্জাকে। এছাড়াও আছেন মোস্তফা মনোয়ার ও শহীদুজ্জামান সেলিম। প্রযোজক ও পরিচালকের বরাতে পাওয়া তথ্য অনুসারে সিনেমাটি নির্মাণে দুই কোটির বেশি টাকা ব্যয় করা হয়েছে।
প্রহেলিকা
নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমার গল্প পান্থ শাহরিয়ারের। দর্শকরা রোমান্সের পাশাপাশি এখানে খুঁজে পাবেন রহস্য। দীর্ঘ বিরতির পর এর মধ্য দিয়ে আবার সিনেমায় ফিরছেন প্রখ্যাত অভিনেতা মাহফুজ আহমেদ। তার বিপরীতে দেখা যাবে, এ সময়ের বড় পর্দার আলোচিত তারকা শবনম বুবলীকে। জামাল হোসেন প্রযোজিত চলচ্চিত্রটিতে আরও আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ও এ কে আজাদ সেতু। প্রযোজক ও নির্মাতার বরাতে পাওয়া খবর, এটি নির্মাণে প্রায় দুই কোটি টাকা ব্যয় হয়েছে।
ক্যাসিনো
অবৈধভাবে গড়ে ওঠা ক্যাসিনো ব্যবসায় প্রশাসনের অভিযান ও মানি লন্ডারিংয়ের বিষয় নিয়ে নির্মিত হয়েছে সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ সিনেমা। এতে একজন সরকারি গোয়েন্দা সংস্থার কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন নিরব; বিপরীতে রয়েছেন শবনম বুবলী। আরও আছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির, চিত্রনাট্য আসাদ জামান। প্রযোজক সূত্রে খবর, সিনেমাটির পেছনে দেড় কোটির বেশি টাকা ব্যয় হয়েছে।
লাল শাড়ি
প্রথমবার প্রযোজক হিসেবে অভিষেক হচ্ছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের। অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে সরকারি অনুদানে তিনি নির্মাণ করেছেন লাল শাড়ি সিনেমাটি। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অপু বিশ্বাস ও সাইমন সাদিক। মফস্বলের একটি তাঁতপল্লি ঘিরে সাজানো হয়েছে ‘লাল শাড়ি’র গল্প। এতে অপু বিশ্বাসের চরিত্রের নাম শ্রাবণী, একজন তাঁতশ্রমিকের মেয়ে। সাইমন সাদিকের চরিত্রের নাম রাজু, যাকে দেখা যাবে একজন তাঁতশ্রমিক হিসেবে। সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন তানভির সিডনি। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। এ ছবির জন্য ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন অপু বিশ্বাস। এই টাকার সঙ্গে আরও যুক্ত করেছেন এই নায়িকা। সিনেমাটি