ফ্যামিলি ক্রাইসিস : শুটিং শেষ, আবেগে ভাসছেন রুমা, সালমা ভাবিরা
এনটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর শেষ লটের শুটিং শেষ হয়েছে সম্প্রতি। জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় দীর্ঘদিন ধারাবাহিকটিতে কাজ করা শিল্পীরা শুটিং শেষ করে আবেগে ভাসছেন।
এই যেমন ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর জনপ্রিয় রায়হান চরিত্রে অভিনয় করেন অভিনেতা শামীম হাসান সরকার। শুটিং শেষ করে এই অভিনেতা ফেসবুকে লিখেছেন, রায়হান চরিত্রটাকে আমি কোনোদিনই ভুলব না। দেশে এবং দেশের বাইরের রাস্তায় সব বয়সী মানুষ আমাকে এই নামে ডেকেছে। শেষের দিকে এসে শামীমের বিয়ে নয়, রায়হান ঝুমুরকে কবে বিয়ে করবে, সেই প্রশ্নের উত্তর দিতে হয়েছে। রাজ ভাইকে কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং ভালোবাসা পরিবারে শামিল করার জন্য।
শামীম হাসান সরকার আরো লিখেছেন, ‘ফ্যামিলি ক্রাইসিস’ আমার ক্যারিয়ারেও বিশাল একটা জার্নি। এই সিরিয়ালের প্রথম পর্ব প্রথম সিকোয়েন্সের শট শুরু করার সময়ও জানতাম না শেষটা কোথায়। চেহারা, শরীর কতবার যে বদলেছে, নিজেকে দেখলেও অবাক হই। অনেক কিছু লেখার ছিল। ২৪ ঘণ্টা ধরেই ভাবলাম। কিছুই লিখতে পারলাম না। হয়তো অন্য কোনোদিন লিখব। মনের ভাষা লিখেই যদি না রেখে যাই, কেউ তো জানিয়ে দেবে না। কিন্তু এক অসীম ভালোবাসা আর আবেগের জায়গা ধরে রাখবে এই সিরিয়ালের নাম। খুব মিস করব পরিবারের সবাইকেই। আল্লাহ সবাইকেই ভালো এবং সুস্থ রাখুন।
জনপ্রিয় ধারাবাহিক নাটকটিতে ‘রুমা’ চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী শবনম ফারিয়া। ফেসবুকে তিনি লিখেছেন, ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর প্রথম লটের সেটে আমার বিয়ের গেস্ট লিস্ট বানানো হয়, আমাদের ডিরেক্টর মোস্তফা কামাল রাজের হাতের লেখা সুন্দর; তাই ভাইয়া কার্ডে গেস্টদের নাম লিখে দিয়েছিল। ঠিক শেষ লটের আগের লটের শুটিং শেষ করেই পরদিন ডিভোর্স সাইন করতে যাই। ডিভোর্সের পরও প্রথম শুটিং, ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর শেষ লট। শেষ লটের শুটিংয়ে রাজ ভাইয়ের বাবা মারা গেল। প্রতিদিন কেউ না কেউ কাউকে গিফট দিচ্ছে, বাসা থেকে রান্না করে আনছে, ভাবা যায়?
অভিনেত্রী আরো লিখেছেন, থার্টি ফার্স্টে আমার বাসার বাইরে যাওয়ার পারমিশন নেই, সেলিম ভাই-রোজি আপাকে বললাম, রোজি আপা আম্মুকে কল করে তাদের বাসায় থাকার পারমিশন এনে দিল! পুরো টিম একসঙ্গে নতুন বছরকে স্বাগত জানালাম। মনির ভাইয়ের অসংখ্য ঝাড়ি বেশির ভাগ সময় কারণে, মাঝে মাঝে অকারণেও, এমন অসংখ্য গল্প, আদর, ভালোবাসা, মান-অভিমানের স্মৃতি নিয়ে এগিয়ে গেছে ‘ফ্যামিলি ক্রাইসিস’। কর্মক্ষেত্রে অনেক অভিজ্ঞতা হয়েছে, কিন্তু এই সিরিয়ালের স্মৃতি কোনোদিন ভুলব না। ধন্যবাদ টিম ‘ফ্যামিলি ক্রাইসিস’। পুরো টিমকে আমি মিস করব।
অভিনেত্রী রুনা খান এই ধারাবাহিকে অভিনয় করেন ‘সালমা ভাবি’র চরিত্রে। তিনি লিখেছেন, ‘ফ্যামিলি ক্রাইসিস’, তোমাকে আমি বহু দিন... বহু-বহু দিন ভুলতে পারব না...।
অভিনেত্রী মনিরা মিঠু অভিনয় করেন ‘শেফালি খালা’র চরিত্রে। তিনি লিখেছেন, থমথমে মেঘের মতো স্মৃতিবহুল একটি ধারাবাহিক। মেঘ থেকে বৃষ্টির ফোঁটার মতো স্মৃতিগুলো কান্না হয়ে ঝরছে। ফ্যামিলি ক্রাইসিসের শেষ দিনের শুটিং...।
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ লিখেছেন, ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিকটির শেষ চার দিনের শুটিং চলছে, কিন্তু আমি নেই। শেষ শুটিং পরিচালনা করছে আমার সহকারী কে এম সোহাগ রানা। ‘ফ্যামিলি ক্রাইসিস’ শেষ হচ্ছে, কিন্তু আমার জীবনের ক্রাইসিস শুরু বাবাকে হারিয়ে। সবাই দোয়া করবেন আমার বাবার জন্য।
‘ফ্যামিলি ক্রাইসিস’ এনটিভিতে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯ টা ৪০ মিনিটে প্রচার হয়। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শর্মিলী আহমেদ, সোহেল খান, মনিরা মিঠু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, রুনা খান, মুকিত জাকারিয়া, শবনম ফারিয়া, সারিকা সাবাহ, শামীম হাসান সরকার, তামিম মৃধা, রাইসা, সৌমিক প্রমুখ।
‘ফ্যামিলি ক্রাইসিস’ একটি যৌথ পরিবারের গল্প নিয়ে। মধ্যবিত্ত এ পরিবারে আছেন গৃহকর্তা, তার স্ত্রী, তাদের একমাত্র সন্তান, বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ভাই, এক বোন আর তাদের মা। তারা যেমন সুখে হাসে, তেমনি বাসা বাঁধে দুঃখও। স্কুলজীবনে হেঁটে বাসায় আসা, ভাঙা ফোনে ফেসবুক চালানো, এমন সীমাবদ্ধতার মধ্য দিয়ে বেড়ে ওঠা গৃহকর্তাকে হিমশিম খেতে হয় সংসারজীবনেও। তাদের জীবনে যেমন আছে না পাওয়ার বেদনা, তেমনই আছে মিষ্টি একটু ভালোবাসা, হাসি-কান্না, স্বপ্ন। তারা স্বপ্ন দেখে এমন একটা জীবনের—যে জীবন দোয়েলের, ফড়িংয়ের।