লোকাল বাসে হেল্পারি করছেন সাফা কবির!
রাজধানীর কড়াইল, শাপলা চত্ত্বর, কুড়িল ফ্লাইওভার ও আব্দুল্লাহপুর এলাকায় লোকাল বাসে হেল্পারি করতে দেখা গেছে ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির। এই দৃশ্য দেখে অনেকের অবাক হওয়ার কথা, কিন্তু জানা গেছে এটি আসলে নাটকের দৃশ্য।
কিছুদিন আগে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, ভাবনা আক্তার নামে এক নারী বাসচালকের সহকারী হিসেবে কাজ করছেন। ভাবনার সেই জীবন এবার পর্দায় নিয়ে আসছেন নির্মাতা অলোক হাসান। আর সেই চরিত্রের রূপ দিচ্ছেন সাফা কবির।
আলোক হাসান জানিয়েছেন, ‘পত্রিকার পাতায় ভাবনা নামের ওই নারীর খবর পড়লাম তখন আমার হৃদয়কে সেটা নাড়া দিয়ে যায়। আমার গল্প ভাবনায় এর চিত্রনাট্য লিখেছেন শফিকুর রহমান শান্তনু। নাটকে আরও অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, আমানুল হক হেলাল।’
নাম চূড়ান্ত না হওয়া নাটকটি প্রচারিত হবে দেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে।