হাতির শুঁড়ে সাফা কবির
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। বিজ্ঞাপন দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করলেও এখন ব্যস্ত টিভি নাটকে। পাশাপাশি কাজ করছেন ওয়েব সিরিজেও। এই ব্যস্ততার মাঝেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পছন্দ করেন এই অভিনেত্রী।
সাফা দেশ বিদেশে ঘুরতে পছন্দ করেন। প্রায় সময়ই বিভিন্ন দেশে ঘুরে বেড়ান তিনি। নতুন বছরেও দেশের বাইরে ঘুরতে গিয়েছেন। কিন্তু কোথায় গিয়েছেন সেটা বলেননি। তবে এবার সাফাকে দেখা গেল হাতির সঙ্গে সময় কাটাতে।
গতকাল শুক্রবার সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে অভিনেত্রী সাফা কবির লিখেছেন, ‘শুধু আমার আগ্রহ দেখুন, আমি তাদের সঙ্গে দেখা করে খুব খুশি ছিলাম। এবং তারা আমাকে এমন ভাবে জড়িয়ে ধরেছিল যা আমার কাছে চমৎকার লেগেছে। আমি শুনেছি হাতি নাকি শক্তি, ক্ষমতার প্রতীক। হাতিদের এই আলিঙ্গন সত্যিই শক্তি এবং সমবেদনার প্রতীক। এই আলিঙ্গনের মুহুর্তটি আপনার ভালবাসা এবং উপলব্ধি দেখানোর একটি উপযুক্ত উপায় হতে পারে।’
বছরজুড়ে টিকটকে আলোচিত ও জনপ্রিয় ভিডিও নির্মাতাদের শীর্ষ তালিকায় ছিলেন সাফা কবির। ‘লটারি’ শিরোনামের ওয়েব সিরিজে দেখা যাবে সাফাকে।