২০০ কোটিকে ‘খুবই সামান্য’ বলা বিজয়ের সেই সিনেমা ফ্লপ?
দক্ষিণ ভারতীয় তারকা বিজয় দেবেরাকোন্ডার অভিষেক হয়েছে বলিউডে। গতকাল (২৫ আগস্ট) মুক্তি পেয়েছে তাঁর সিনেমা ‘লাইগার’।
বলিউডভিত্তিক পোর্টাল পিঙ্কভিলার প্রতিবেদন, মুক্তির প্রথম দিনে সিনেমাটি বিশ্বব্যাপী সংগ্রহ করেছে ১৯ কোটি রুপি, ভারতীয় বাজারে এই সংগ্রহ ১১ কোটি। উদ্বোধনী দিনে এটিই অবশ্যই বিজয়ের ক্যারিয়ারের সেরা আয়।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, তেলেগু সংস্করণ থেকেই সিনেমাটির বেশি সংগ্রহ হয়েছে, হিন্দি সংস্করণে বেশ কম।
তবে জটিলতা বেঁধেছে, দর্শক-সমালোচকরা মনে করছেন ‘লাইগার’ ফ্লপ হতে চলছে। অন্তর্জালে সিনেমাটি নিয়ে চলছে বিস্তর সমালোচনা। একাধিক চলচ্চিত্র সমালোচকরাও সিনেমাটির সমালোচনায় অংশ নিয়েছেন।
যদিও গেল বছর ২০০ কোটির বিনিময়ে ‘লাইগার’ কিনছে এক ওটিটি প্ল্যাটফর্ম এমন গুঞ্জন উঠেছিল। তখন বিজয় টুইট করে লিখেছিলেন, ‘খুবই সামান্য (২০০ কোটি)। আমি প্রেক্ষাগৃহে এর চেয়ে বেশি করব।’
মুম্বাইয়ের বস্তির এক ‘চা-ওয়ালা’র যুক্তরাষ্ট্রে গিয়ে প্রফেশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপে যোগ দেয়ার গল্প নিয়ে সিনেমা ‘লাইগার’। এই সিনেমায় বিজয়ের নায়িকা অনন্যা পাণ্ডে। পরিচালক পুরী জগন্নাথ। বিজয়, অনন্যা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাহুবলী খ্যাত রম্যা কৃষ্ণান এবং রনিত রায়।
ধর্মা প্রোডাকশনের ব্যনারে হিন্দি, তেলেগু তামিল, কন্নড়, মালায়ালাম, এই পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে ‘লাইগার’।