একবারও মনে হয়নি ভারতের বাইরে এসেছি : জিৎ গাঙ্গুলি
ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক ও শিল্পী জিৎ গাঙ্গুলি বলেছেন, বাংলাদেশকে তাঁর নিজের দেশের মতো মনে হয়। এ দেশের মানুষের আতিথেয়তায় তিনি মুগ্ধ।
প্রথমবারের মতো বাংলাদেশে সফরে এসে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন জিৎ।
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠেয় একটি কনসার্টে অংশ নিতে শুক্রবার দুপুরে ঢাকায় আসেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও সংগীতশিল্পী জিৎ গাঙ্গুলি। এর পর সন্ধ্যায় হোটেল লা মেরিডিয়ানে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জিৎ। তবে ওই সম্মেলনে উপস্থিত ছিলেন না শর্মিলা।
সংবাদ সম্মেলনের শুরুতেই ঢাকায় আসার অনুভূতি প্রকাশ করতে গিয়ে জিৎ গাঙ্গুলি বলেন, ‘আমি যখন বাংলাদেশের মাটিতে পা রাখলাম, তখন আমার একবারের জন্যও মনে হয়নি, আমি ভারতের বাইরে এসেছি। এটা শুধু বাংলা ভাষার জন্য নয়, এখানকার মানুষের আতিথেয়তা, ভালোবাসা পেয়ে মনে হয়েছে আমি নিজের দেশেই আছি।’
‘আমি জীবনে প্রথমবারের মতো এখানে এসেছি। যদিও অনেক আগে থেকে বাংলাদেশের আসার একটা ইচ্ছা ছিল। আমার পূর্ব পুরুষের একটা যোগসূত্র এই দেশের সঙ্গে রয়েছে।’
হিন্দি ও বাংলায় সংগীত পরিচালনা করেন জিৎ গাঙ্গুলি। সংবাদ সম্মেলনে এ দুই ভাষার কোনটিতে তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, তা জানতে চান এক সাংবাদিক। জবাবে জিৎ বলেন, ‘‘সংগীতের কোনো ভাষা হয় না—সেটা বাংলা বা হিন্দি। আমি ‘আশিকি’ ছবিতে কাজ করেছি। এবার এই ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছে ‘বস-২’। এটাতেও করেছি।’
‘এরই মধ্যে আমার করা প্রায় ১০০ ছবি মুক্তি পেয়েছে। আসলে আমার কাছে কাজটাই প্রধান, ভাষাটা প্রধান নয়। আমি যখন যে কাজটি করি. তখন সেটি ভালোভাবে করতে চেষ্টা করি।’
সংগীতপরিচালক নাকি সংগীতশিল্পী পরিচয়ে নিজেকে দেখতে পছন্দ করেন—এমন প্রশ্নের জবাবে জিৎ বলেন, ‘আমি প্রথমে সংগীত পরিচালক, তারপর আমি শিল্পী। ছোটবেলা থেকেই আমি গান করি। এরই মধ্যে প্রচুর গান আমি করেছি। কিন্তু নতুন একটি মিউজিক তৈরি করার আনন্দটা অনেক বেশি।’
বাংলাদেশের গান নিয়ে কোনো ধারণা আছে কি না, জানতে চাইলে এই সংগীতপরিচালক বলেন, ‘বাংলাদেশের গান আমার সব সময়ই ভালো লাগে। খুব সুন্দর একটা স্টোরি লাইন আপ থাকে গানে। এখানকার গান শুনলে একটা গল্পের ধারণা পাওয়া যায়।’
‘আর বেশ কয়েকজন শিল্পীর সঙ্গে আমার বন্ধুত্ব আছে। যেমন : জেমস, আইয়ুব বাচ্চু, অর্ণব—তাঁরা আমার বন্ধুস্থানীয়। আমি এখন একটি অনুষ্ঠান করতে এখানে এসেছি। কিন্তু পরবর্তীতে আমি এ দেশের গীতিকার ও শিল্পীদের নিয়েও কাজ করতে চাই।’
বর্তমানে বাংলাদেশ ও ভারতে বেশ কিছু অনুষ্ঠানে সংগীতশিল্পী নির্বাচন করা হয়। সেই প্রতিযোগিতায় ওঠে আসা শিল্পীদের অনেকেই কিছু দিন কাজ করে আবার হারিয়ে যান। বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে জিৎ গাঙ্গুলি বলেন, ‘আসলে একজন শিল্পীর নিজের যোগ্যতা দেখানোর জন্য এটা অনেক বড় সুযোগ। অনেক শিল্পীই এসব অনুষ্ঠান থেকে ওঠে এসে কাজ করছে এবং নিজের অবস্থান তৈরি করছে। কিন্তু নিজের অবস্থান ধরে রাখতে তারে সাধনা করতে হবে।’
‘শুধু গান নয়, যে যেই কাজ করেন, সেই কাজের সাধনায় তার পূর্ণতা পায়। আমি মনে করি, যাঁরা হারিয়ে যায়, তাঁরা সাধনা করেন না। তবে এই ধরনের অনুষ্ঠান অবশ্যই ভালো বলে আমার মনে হয়।‘’
‘শর্মিলা ঠাকুর-জিৎ গাঙ্গুলি লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টটি আয়োজন করেছে চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট। অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন টিভি উপস্থাপক দেবাশীষ বিশ্বাস ও অভিনেত্রী স্বাগতা।