বাংলাদেশে বারবার আসতে চাই : জিৎ গাঙ্গুলি
ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক ও শিল্পী জিৎ গাঙ্গুলি প্রথমবারের মতো বাংলাদেশ ঘুরে গেলেন। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে গতকাল শনিবার সন্ধ্যায় ‘শর্মিলা ঠাকুর-জিৎ গাঙ্গুলি লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্ট করেন তিনি। আজ রোববার দুপুরের ফ্লাইটে ঢাকা ছাড়েন জিৎ। এর আগে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেন জনপ্রিয় এই সংগীত তারকা।
এনটিভি অনলাইন : বাংলাদেশে কনসার্ট করে কেমন অনুভূতি হলো?
জিৎ গাঙ্গুলি : অসাধারণ। যা মনে হলো, এ দেশের শ্রোতারা গান অনেক ভালোবাসেন। তাঁরা বাংলা কিংবা হিন্দি দুই ভাষার গানই অনেক পছন্দ করেন। কনসার্টে আমি সব ধরনের গান গেয়েছি। শ্রোতারা সবাই আমার গান মুগ্ধ হয়ে শুনেছেন। বাংলাদেশে প্রথমবার এসে অনেক ভালো লাগল। এবার শুধু কনসার্ট করে গেলাম। পরবর্তী সময়ে এলে সময় নিয়ে আসব। মন থেকে বলছি, বাংলাদেশে বারবার আসতে চাই।
এনটিভি অনলাইন : শুনেছি বাংলাদেশের সংগীতশিল্পী অর্ণবের সঙ্গে আপনার ভালো সম্পর্ক রয়েছে। তাঁর সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল কীভাবে?
জিৎ গাঙ্গুলি : ভারতের একটি চ্যানেলের রিয়েলিটি শোতে অর্ণবের সঙ্গে আমার প্রথম দেখা হয়। সেখানেই প্রথম কথাবার্তা ও পরিচয়। আমি তো অর্ণবের গান শুনি। অনেক ভালো গান গায় অর্ণব। অর্ণব আমাকে তার আঁকা একটি ছবি উপহার দিয়েছিল। অর্ণবের দেওয়া উপহারটি এখনো আছে।
এনটিভি অনলাইন : বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘বস টু’-তে আপনি সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন। ভবিষ্যতে বাংলাদেশের ছবিতে কাজ করার ইচ্ছা আছে?
জিৎ গাঙ্গুলি : অবশ্যই কাজ করতে চাই। এখানকার শিল্পীরাও দুর্দান্ত গান করেন। জেমস ও আইয়ুব বাচ্চু অনেক ভালো গান গান।
এনটিভি অনলাইন : তরুণ শিল্পীদের নিয়ে আপনার কি কোনো ভাবনা আছে?
জিৎ গাঙ্গুলি : হ্যাঁ, তরুণ শিল্পীদের নিয়ে আমার কাজ করার আগ্রহ রয়েছে।
এনটিভি অনলাইন : বাংলা ও হিন্দি ছবির গান সমানতালে আপনি গাইছেন এবং সংগীত পরিচালনা করছেন। টলিউড ও বলিউডে কাজের সাড়া কি একই রকম হয়?
জিৎ গাঙ্গুলি : আমার কাছে প্রতিটি গানই গুরুত্বপূর্ণ। একটা ভালো গান তৈরি হলে টলিউড ও বলিউডে একই রকম সাড়া পাওয়া যায়।