বিয়ে করছি এটা ফাইনাল : পাওলি দাম
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম অবশেষে মন ভাঙতে চলেছেন তরুণ ভক্তদের। কারণ তিনি বিয়ে করবেন বলে পণ করেছেন। হবু বরের নামও ঘোষণা করেছেন তিনি। ভাবি স্বামী ও বর্তমানের প্রেমিকের নাম অর্জুন দেব। অর্জুন দেব বাঙালি। গুয়াহাটিতে তাঁর বাড়ি। পাওলির এই খবরে ভক্তরা খুশি না হলেও পাওলি কিন্তু নিজে বেশ খুশি। প্রেমিক অর্জুন সম্পর্কে এরই মধ্যে পাওলি বলেছেন, তিনি বেশ ভাগ্যবান কারণ অর্জুনকে তিনি খুঁজে পেয়েছেন। এই উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি এটা বলতে ভোলেননি যে অর্জুন সিলেটি, সে শুঁটকি মাছ খায়, আবার সুশিও ভালোবাসে।
পাওলি দামের এই হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটি কতখানি সত্যি, সেটা জানতে চাইলে বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন তিনি নিজেই। প্রশ্ন শুনে পাওলি সরাসরি উত্তর দিলেন, ‘হ্যাঁ, অর্জুনকে বিয়ে করছি এটা ফাইনাল।’ বিয়েটা হচ্ছে কবে? পাওলি জানালেন, ‘না, এখনো তারিখ ঠিক হয়নি। এই বিষয়টি নিয়ে এখন আর কথা বলতে চাই না।’ বোঝা গেল ব্যস্ত আছেন তিনি। অবশ্য আগেই তিনি বলে নিয়েছিলেন ডাবিং করছেন। সেখান থেকেই দুই মিনিট চেয়ে নেওয়া। বিয়ে প্রসঙ্গ থেকে এবার বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করলাম।
বাংলাদেশে তো খুব শিগগির আসছেন? বাংলাদেশের হাসিবুর রেজা কল্লোল পরিচালিত একটি ছবিতে কাজ করছেন। সেই সূত্রেই তিনি একবার এ দেশে এসেছিলেন, আবারও আসতে হবে। যাই হোক বাংলাদেশে আসা নিয়ে জিজ্ঞেস করতে পাওলি বললেন, “১০ সেপ্টেম্বর থেকে আবারও শুরু হচ্ছে ‘সত্তা’ ছবির শুটিং। এ জন্যই আসব।” থাকবেন কতদিন বাংলাদেশে? পাওলি একটু ভেবে বললেন, ‘১১ দিনের বেশি থাকতে পারব না। ছবির গানের শুটিং রয়েছে। আরো অনেক কাজ বাকি। একটানা কাজ করব।’ এই কথার সঙ্গে অবশ্য পাওলি এও জানিয়ে দিলেন, বাংলাদেশে আসতে তাঁর সব সময়ই ভালো লাগে। কারণটি অবশ্য জানা গেল না। কারণ তিনি ডাবিং করছিলেন, ব্যস্ত, তাই তাড়াতাড়ি বিদায় নিতে হলো।
কিন্তু ভক্তকূলের আগ্রহ কি মিটল পাওলির প্রেমিক অর্জুন সম্পর্কে? আগ্রহ মেটাতেই বলছি, পাওলি দাম অর্জুনকে খুঁজে পেয়েছেন রাইমা সেনের কারণে। এটা অবশ্য এক সাক্ষাৎকারে পাওলি নিজেই বলেছেন। সেখানে পাওলি বলেন, এক পার্টিতে প্রথম দেখা হয় অর্জুনের সঙ্গে। সেই পার্টিতে টলিউডের অন্য তারকারাও ছিলেন।
তো কী এমন আছে অর্জুনের মাঝে যে পাওলি তাঁকে মন দিয়ে দিয়েছেন? কারণ পাওলির কাজের প্রতি শ্রদ্ধাশীল অর্জুন। বয়সে পাওলির চেয়ে ছোট হলেও ‘হিজ ম্যাচিওরিটি ইজ অ্যামেজিং’-এমনই অভিব্যক্তি পাওলির।