নিরেট ভালোবাসার গল্পের ‘মন পাখি’
নতুন জুটির নাটক ‘মন পাখি’। এস আর মজুমদারের পরিচালনায় নাটকটি দর্শকরা বেশ পছন্দ করছেন। সোশ্যালে কিংবা ইউটিউবে মন্তব্যের ঘরে দেখা গেছে ইতিবাচক প্রশংসা।
ইউটিউবে মন্তব্যের ঘরে একজন লিখেন, ‘উড়াল পাখির পর শাহেদের এই নাটকটি অনেক বেশি ভালো লেগেছে। গল্প, লোকেশন সবকিছু দারুণ ছিল কিন্তু শেষটা খুব খারাপ লেগেছে।’
আরেকজন লিখেন, ‘অনেক দিন পরে ব্যাতিক্রমধর্মী একটা রোমান্টিক নাটক দেখলাম। বর্তমান সময় এমন সুন্দর, সাবলীল ভাষা ও রুচিসম্মত অভিনয় তেমন একটা দেখতে পাওয়া যায় না। মোনালিসার অভিনয়টা দারুণ হয়েছে।’
গল্পে দেখা যায়, গ্রামের সাধারণ এক মেয়ে জবা। সারা দিন নানা দস্যিপনায় মেতে থাকে। একদিন ঘুড়ি হাতে দৌড়াচ্ছিল, এমন সময় এক যুবকের সঙ্গে ধাক্কা। সেই যুবক সজীব সেদিনই গ্রামে আসে। ধাক্কার ফলে সজীবের সাদা শার্ট ভরে যায় জবার হাতের মেহেদীতে। কিন্তু কিছুই বলেন না সজীব; কারণ ততক্ষণে জবার সৌন্দর্য আর চঞ্চলতায় মুগ্ধ সে। সোজা কথায়, প্রথম দেখায় প্রেম। এরপর নানান ঘটনায় তাদের মধ্যে সখ্য হয়, গড়ে ওঠে প্রেম। কিন্তু সেই প্রেমের মাঝে আচমকা এক ঝড় আসে। যা সব কিছু ওলট-পালট করে দেয়। কী সেই ঝড়? আর ওই ঝড় মোকাবিলা করে সজীব-জবা কি প্রেমের পরিণতি দেখতে পারবে? সেসব জানা যাবে ‘মন পাখি’ নাটকে।
নির্মাতা বলেন, ‘গল্পটা প্রেমের। নিরেট ভালোবাসার গল্পে একটা নতুন জুটিকে নিয়ে কাজ। দুজনেই তাদের জায়গা থেকে বেশ ভালো করেছে। দর্শকরা তাদের কাজ পছন্দ করছেন। ইতিবাচক মন্তব্যই বেশি পাচ্ছি।’