মেহজাবীনের দেখানো পথে বোন মালাইকা
শোবিজে পা রাখলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। প্রথমবারের মতো দাঁড়ালেন ক্যামেরার সামনে, হলেন বিজ্ঞাপনচিত্রের মডেল। ফেসওয়াশ কোম্পানির সেই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। সদ্যই প্রকাশ্যে এসেছে এটি। বিজ্ঞাপনটি প্রকাশের পর সেটি সোশ্যালে শেয়ার করে ছোট বোনকে অভিনন্দন জানিয়েছেন মেহজাবীন।
প্রথমবারের মতো বিজ্ঞাপনে কাজ করায় কিছুটা নার্ভাস ছিলেন মালাইকা, ছিলেন কিছুটা এক্সাইটেডও। তবে বোন মেহজাবীন তাকে নানাভাবে পরামর্শ দিয়েছে, রিহার্সেলে সহযোগিতা করেছেন বলে জানান তিনি। মালাইকা চৌধুরী বলেন, ‘আমার এসব নিয়ে কোনো ধারণাই ছিল না যে ,কীভাবে করতে হবে বা কি হবে! যেহেতু আমার জন্য এই অভিজ্ঞতাটা প্রথম তাই কিছুটা নার্ভাস ছিলাম আবার কিছুটা এক্সাইটেমেন্টও কাজ করছিল। আদনান ভাইয়া এবং তার পুরো টিমটা অনেক বেশি ভালো ছিল, বিশেষ করে আদনান ভাইয়া। তিনি প্রতিটা মুহূর্তে আমাকে শিখিয়ে দিয়েছেন কীভাবে কি করতে হবে। সব মিলিয়ে নতুন এবং খুব দারুণ একটা অভিজ্ঞতা হলো।’
এর আগেও বহু প্রস্তাব এসেছে মালাইকার কাছে কিন্তু পড়াশোনার কারণে আগ্রহ থাকলেও সময় মেলাতে পারেননি। এবার বড় বোনের মাধ্যমেই এই বিজ্ঞাপনের প্রস্তাবটি পান বলে জানান তিনি। বলেন, ‘এর আগেও অনেক প্রস্তাব পেয়েছি কিন্তু পড়াশোনার ব্যস্ততার কারণে সম্ভব হয়ে উঠেনি। কিন্তু এবার যখন আমার বোন (মেহজাবীন চৌধুরী) বলল যে, ‘তোমার জন্য একটা বিজ্ঞাপনের প্রস্তাব এসেছে, তুমি করবে কি না!’ তখন আমি ফ্রি ছিলাম, বললাম, ‘হ্যাঁ। করা যায়।’ ’
বিজ্ঞাপনটি প্রচারে আসার পর তার পরিবারের সবাই ভীষণ খুশি জানিয়ে তিনি বলেন, ‘আমি তো অনেক আগে থেকেই বলে আসছি যে এখানে কাজ করব। তাই এই ব্যাপারটা তাদের কাছে খুব নরমালই লেগেছে। তবে প্রথমবার আমাকে পর্দায় দেখে আমার বাবা-মা, ভাই-বোন সবাই ভীষণ খুশি।’