কৃষকের আনন্দ উৎসব মাতালেন ইমরান
গুড়ার ধুনট মাতিয়ে এলেন সংগীতশিল্পী ইমরান হোসাইন। গেল বুধবার বগুড়ার ধুনট উপজেলায় নয়া উল্লাপাড়া গ্রামবাসির আয়োজিত ‘কৃষকের আনন্দ উৎসবে গান করেন তিনি। এসময় তিনি বলেন, আমি মাটি ও মানুষের শিল্পী। এই টানে আমি এর আগেও এই গ্রামে এসেছিলাম। এবারও এসেছি। আশা করছি ভালো সময় কাটবে।
ইমরানের গানের পাশাপাশি আয়োজিত কৃষকের আনন্দ উৎসবে নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও মেডিকেলে চান্স পাওয়া তিন জমজ ভাইয়ের রত্মগর্ভা মা এবং সফল কৃষি উদ্যেক্তাকে সন্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ও চিত্রনাট্যকর হাবিবুল্লাহ সিদ্দিক (অপূর্ণ রুবেল)। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও ধুনট শেরপুরের এমপি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
অনুষ্ঠানের শুরুতে নয়া উল্লাপাড়ার জামাল উদ্দিন-নুরজাহান বেগম ফাউন্ডেশনের উদ্যেগে মেডিকেলে চান্স পাওয়া মাঠপাড়া গ্রামের তিন জমজ ভাইয়ের রত্নগর্ভা মা আর্জিনা বেগম ও সফল কৃষি উদ্যেক্তা রেজওয়ানুল ইসলামকে সন্মাননা প্রদান করা হয়। এরপর মধু-হই-হই গান খ্যাত জনপ্রিয় কন্ঠশিল্পী ইমরান হোসাইনের সঙ্গীত পরিবেশন ও গ্রামবাসি অভিনীত চোরের একদিন নাটক মঞ্চায়ন করা হয়।
কয়েকবছর আগে সমুদ্র সৈকতে জাহিদ হোসেন নামে শিশু শিল্পী মধু হই হই গানের সঙ্গে ইউকেলেলে বাজিয়ে ভাইরাল হন ইমরান। তারপর তিনি মধু হই হই শিল্পী হিসেবে পরিচিতি পান। আনন্দনগর ব্যান্ড নিয়ে গানের জগতে পা রাখলেও এখন একক ক্যারিয়ার গড়ে উঠেছে ইমরারেন। প্রকাশ পেয়েছে বেশ কিছু মৌলিক গান।