ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এক ছাতার নিচে মডেলরা
নানান সময়েই নেতিবাচক খবরের শিরোনামে উঠে আসে মডেলদের নাম। তবে সেসব মডেলদের মধ্যে বেশিরভাগই দেখা যায়, ভুয়া পরিচয়ের। যার ফলে আসল মডেলদের প্রায়শই পড়তে হয় বিপাকে। আর তাই মডেলদের স্বার্থে বদনাম ঘোচাতে এবার নেয়া হয়েছে এক উদ্যোগ।
এক ছাতার নিচে থেকে এই সময়ের দেশের নামিদামি ফ্যাশন মডেলরা নিজেদের সুনাম ধরে রাখতে কাজ করবেন। আর কাউকে যাতে অহেতুক বিড়ম্বনায় পরতে না হয় সেজন্য খোলা হচ্ছে সংগঠন। আর এ উপলক্ষে অর্ধশতাধিক মডেলদের নিয়ে গতকাল সোমবার গুলশানের এক রেস্তোরাঁয় করা হয়েছে ইফতার অনুষ্ঠান।
আয়োজনটির উদ্যোক্তা জনপ্রিয় মডেল রাজ মানিয়া বলেন, কেউ কোনো অপকর্ম করলে দোষ হয় ফ্যাশন জগতের মানুষদের। এটা ভ্রান্ত ধারণা। এই ধারণাটা থাকুক আর চাচ্ছি না। আসলে যে কেউ মডেল পরিচয় দিলে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়। এজন্য আমরা চাচ্ছি আমাদের একটা সংগঠন হওয়া দরকার। এর ফলে নতুন-পুরাতন মডেলদের মধ্যে একটা বন্ধনও সৃষ্টি হবে। সবাই সবাইকে সাপোর্টও করতে পারবে।
খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বলে জানানো হয়েছে আয়োজনে।