ইরাকের জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা
ইরাকের সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় টিকটক তারকা ওম ফাহাদকে গুলি করে হত্যা করা হয়েছে। গত শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানী বাগদাদের পূর্ব জায়েন এলাকায় নিজ বাড়ির সামনেই তাকে গুলি করা হয়। বাগদাদ পুলিশের একটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছে।
হত্যাকাণ্ডের সময় ফাহাদ তার গাড়িতে ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলে করে আসা একজন বন্দুকধারী তাকে গুলি করে হত্যা করে। বাগদাদ পুলিশের একটি সূত্র সিএনএনকে ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাহাদের মৃত্যুর খবর নিশ্চিত করে এক বিবৃতিতে জানিয়েছে, তার হত্যাকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।
ফাহাদের আসল নাম গুফরান সাওয়াদি। ওম ফাহাদ জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে পপ মিউজিকের সঙ্গে নিজের নাচের ভিডিও শেয়ার করতেন। এর আগে এই ভিডিওগুলোকে ইরাকের আদালত অনুপোযুক্ত বলে ঘোষণা করেছিল।
শালীনতা ও নৈতিকতা ক্ষুণ্ন করে এমন বক্তব্য দিয়ে ভিডিও তৈরি ও শেয়ার করার অপরাধে সাওয়াদিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিল দেশটির একটি আদালত।