৯০ দশকের নস্টালজিয়াতে ফিরিয়ে নিয়ে গেলেন অপু
একটি আর্ট কাল রাত থেকে সোশ্যাল মিডিয়ার ওয়ালে ঘুরপাক খাচ্ছে। ৯০ দশকের যারা আছেন তারা বেশ রিলেট করতে পারছেন এই চিত্রটি।
কেননা ছবিটিতে আছে ৯০ দশক থেকে একবিংশ শতাব্দী শুরুর দিকের বেশ কিছু চরিত্র। অর্থাৎ সে সময় কালের জনপ্রিয় তারকা, লেখক, গায়ক, কার্টুন চরিত্র সহ অনেককেই আঁকানো হয়েছে এই ছবিটি।
যে ছবি নিয়ে এতো আলোচনা সেই ছবিটি একেঁছেন জাহিদুল হক অপু। তিনি আরজে অপু নামেই বেশি পরিচিত। তিনি তার ব্যাচ পুনর্মিলনের ম্যাগাজিনের জন্য তৈরি করেছেন এই ছবিটি।
অপু বলেন, এই ছবির মাধ্যমে আমি চেয়েছি ৯০-এর রঙিন পপ কালচারটা তুলে ধরার। আমরা যাদের কে দেখেছি, যাদের কারণে আমাদের চিন্তার জগত পরিবর্তিত হয়েছে যেই চরিত্রগুলো দেখে আমরা নস্টালজিক হই তাদেরকে আঁকানোর চেষ্টা করেছি। ছবিটা সবাই এতো পছন্দ করবে ভাবতে পারিনি।'
ছবিটি শেয়ার করেছেন পরিচালক আশফাক নিপুণসহ অনেকেই। ছবিটি শেয়ার দিয়ে নিপুণ লিখেছেন, আমার পুরো শৈশব ও কৈশোরকে খুব সুন্দরভাবে আঁকিয়েছেন এবং সব এক সাথে করেছেন ট্যালেন্টেটেড ফ্রেন্ড অপু। ৯০-এর শিশু হওয়া কি এক দুর্দান্ত অনুভূতি।