চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে খিজিরের পদত্যাগ
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে নভেম্বরে মাসে পদত্যাগ করেছেন নির্মাতা খিজির হায়াত খান।ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে খিজির লিখেছেন, ‘আমার যুদ্ধ ইসলামিক মৌলবাদ, হিন্দুত্ববাদ সহ আমার দেশের ভিতর ও বাহিরের সকল শত্রুর বিরুদ্ধে। ইহা চলমান থাকিবে যতদিন নিঃশ্বাস বহিবে। সরকারি পদে থাকা মানে এই নয় যে মনের কথা এডিট করে বলতে হবে। সেই জন্য হাজারো মানুষ ২৪ শে আসিয়া আবারও প্রাণ দেয়...
সর্বাধিক ক্লিক